আগামী ১০ মার্চ 2022 খ্রি: তারিখে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-2022 উদযাপন করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে দুর্যোগ ঝুঁকিহৃাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০22’ উদযাপনের নিমিত্ত এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে :
‘মুজিববর্ষের সফলতা
দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’
০২। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আগামী ১০.০৩.২০2২ খ্রি: তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:3০ ঘটিকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০2২ উদযাপন সংক্রান্ত র্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সুচি
ক্র: নং |
তারিখ |
অনুষ্ঠান বিবরণী |
সময় |
স্থান |
1 |
10.03.202২ খ্রি: |
র্যালি |
সকাল 11.00 মিনিট |
উপজেলা পরিষদ চত্ত্বর, হালুয়াঘাট |
2 |
মহড়া |
সকাল 11.20 ঘটিকা |
সানফ্লাওয়ার মডেল স্কুল মাঠ |
|
3 |
আলোচনা সভা |
সকাল 1১.40 মিনিট |
সানফ্লাওয়ার মডেল স্কুল প্রাঙ্গন |
উক্ত দিবসে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস